শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
দলীয় কার্যালয় ভাঙচুর

খুলনায় তিন যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদ আলীসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বিকালে তাদের জামিন নামঞ্জুর করে মহানগর হাকিম তাদের কারাগারে পাঠান। যুবলীগ নেতা-কর্মীরা হলেন- সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদ আলী (৩৮), ওয়ার্ড যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম সুজন (৩৩) ও সুমন সূত্রধর (২৮)।

খুলনা নগরীর শেরেবাংলা রোডের আমতলা মোড়ে নৌকা প্রতীকের কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে দ্রুত বিচার আইনে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন মো. সারফরাজ  মিয়া (নং-০২)। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা রোডের আমতলা মোড়ে ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে অভিযুক্তরা হামলা চালান। এ সময় তারা ওই কার্যালয়ের ভিতরে চেয়ার, টেবিলসহ রাজনৈতিক নেতাদের ছবি বিনষ্ট করেন। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর