শিরোনাম
শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রতিযোগিতা

হর্স গার্ল তাসমিনা আক্তার

শেরপুর প্রতিনিধি

হর্স গার্ল তাসমিনা আক্তার

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা কবুতরমারী গ্রামের বঙ্গবন্ধু আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ঘোড়দৌড়ে অংশ গ্রহণ করতে এসে নকলা মাতিয়ে গেছেন দ্য হর্স গার্ল খ্যাত নওগাঁ জেলার তাসমিনা আক্তার ও দাঁড়িয়ে ঘোড়া দৌড়ানোতে অভিজ্ঞ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভিক্ষু মিয়া।

দৃষ্টিনন্দন ও দাপটের সঙ্গে ঘোড়া চালিয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাসমিনা। সে ঘোড়ায় সওয়ার হওয়ার পর হাজারও দর্শকের ‘হর্সরানী-হর্সরানী’ চিৎকারে প্রতিযোগিতাস্থল মুখরিত হয়ে ওঠে। এ প্রতিযোগিতা গত বৃহস্পতিবার বিকাল ২টা থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত চলে। উপজেলার কবুতরমারী এলাকায় আয়োজিত এই ঘোড়দৌড়ে দুটি গ্রুপে দেশের বিভিন্ন জেলার প্রায় অর্ধশত ঘোড়সওয়ার অংশগ্রহণ করেন। এতে দ্য হর্স গার্ল খ্যাত নওগাঁ জেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাসমিনা ‘দাপট গ্রুপে’ চ্যাম্পিয়ন হয়। ঘোড়দৌড়ে দাপট গ্রুপে ২০ জন পুরুষ প্রতিযোগীকে পরাজিত করে তাসমিনা চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া ‘কদম গ্রুপে’ ঘোড়া দৌড়িয়ে চ্যাম্পিয়ন হন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভিক্ষু মিয়া। এ গ্রুপেও অন্তত ২৫ জন ঘোড়সওয়ার অংশ গ্রহণ করেন। পরে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ফ্রিজ ও এলইডি টিভি এবং অংশ গ্রহণকারী সব ঘোড় সওয়ারের হাতে গিফট তুলে দেন আয়োজকরা। এর আগে ওই মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন আনুষ্ঠানিকভাবে ঘোড়দৌড় উদ্বোধন করেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, জেলা পরিষদের সদস্য সামিউল হক মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন।  উল্লেখ্য, তাসমিনা আক্তারকে নিয়ে ফরিদুর রহমানের নির্মিত ‘অশ^ারোহী তাসমিনা’ (তাসমিনা : দ্য হর্স গার্ল) চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে চারটি শিরোপা অর্জন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর