শিরোনাম
রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন মন্ত্রিসভা চাই

নবীন-প্রবীণের সংমিশ্রণ জরুরি

-অধ্যাপক আতাউর রহমান

জয়শ্রী ভাদুড়ী

নবীন-প্রবীণের সংমিশ্রণ জরুরি

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, সংসদ সদস্যদের সবারই মন্ত্রী হওয়ার আগ্রহ থাকে। মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নবীন এবং প্রবীণদের মধ্যে সংমিশ্রণ জরুরি। উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার মতো দক্ষতা থাকতে হবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এবং সুশাসনকে এগিয়ে নেওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। এ জন্য প্রয়োজনীয় সংস্কারগুলোতে সুসংহতভাবে করতে হবে। অর্থনৈতিক বৈষম্যের বিষয়ে বারবার আলোচনা হলেও তা এখনো সমাজে বিরাজমান। এই বৈষম্য কমাতে উদ্যোগ নিতে হবে মন্ত্রীদের। তাই যিনি মন্ত্রী হবেন তার অবশ্যই এ বিষয়ে জানাশোনা এবং মানুষের সঙ্গে মেশার সক্ষমতা থাকতে হবে। দেশের পররাষ্ট্র নীতিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে মন্ত্রীকে একজন দক্ষ কূটনীতিকের ভূমিকা পালন করতে হবে। তাই মন্ত্রণালয় অনুযায়ী সংসদ সদস্যদের দক্ষতা বিবেচনা করতে হবে।

সর্বশেষ খবর