রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন মন্ত্রিসভা চাই

মানুষের আস্থাশীল মন্ত্রিসভা প্রয়োজন

- মে. জে. মোহাম্মাদ আলী শিকদার (অব.)

নিজস্ব প্রতিবেদক

মানুষের আস্থাশীল মন্ত্রিসভা প্রয়োজন

মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.) বলেন, আওয়ামী লীগের এই বিজয়ের মধ্য দিয়ে জনগণের বিশাল প্রত্যাশার প্রকাশ ঘটেছে। তাই মন্ত্রী হতে হবে মানুষের আস্থাভাজন। সুশাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তিকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। বিতর্কিত কিংবা দুর্নীতির দায়গ্রস্ত ব্যক্তিকে মন্ত্রিসভায় দেখতে চাই না।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মানুষের সেবা করার ইচ্ছা থাকতে হবে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া রাজনীতিকের। নয়তো মানুষ হতাশ হবে। বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাজ করতে হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ রয়েছে তাদের বাদ দিতে হবে। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে মন্ত্রীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

সর্বশেষ খবর