রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন মন্ত্রিসভা চাই

দক্ষতার ভিত্তিতে বণ্টন হওয়া উচিত

-অধ্যাপক চৌধুরী মুহাম্মদ জাকারিয়া

মতুর্জা নুর, রাবি

দক্ষতার ভিত্তিতে বণ্টন হওয়া উচিত

রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মুহাম্মদ জাকারিয়া বলেন, যারা রাজনীতিতে দক্ষ এবং দীর্ঘ দিন ধরে রাজনীতি করে আসছেন তাদেরকেই মন্ত্রিসভায় দরকার। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ সংসদ সদস্যদের মন্ত্রিসভায় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। এই প্রজন্মের কথা বিবেচনা করে কর্মপরিকল্পনা গ্রহণ করা আগামী দিনের মন্ত্রীদের গুরুদায়িত্ব। সে কারণে যারা মন্ত্রিপরিষদে আসবেন, তারা অবশ্যই তরুণ প্রজন্মকে বিশেষভাবে বিবেচনায় রাখবেন। আমরা অবশ্যই এমন একটি মন্ত্রিসভা দেখতে চাই যেখানে এমন সব মন্ত্রীরা থাকবেন যারা শোষণমুক্ত সমাজ বিনির্মাণ করে সোনার বাংলা গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এবারের মন্ত্রিসভায় যারা তথ্য প্রযুক্তি নির্ভর উন্নয়ন ও তরুণদের হাতে চ্যালেঞ্জ তুলে দেবে তাদের আমি চাই। আমি চাই দেশের প্রথম সারিতে তরুণদের অংশগ্রহণ হোক উল্লেখযোগ্য।

সর্বশেষ খবর