রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সুবর্ণচর নিয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। এ ঘটনায় দলীয়ভাবে কোনো ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখ রয়েছে। বাদী ভিকটিমের স্বামী সিরাজের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি সোহেল ও অপর দুই হোতা সাবেক মেম্বার রুহুল আমিন ও হাছান আলী বুলুসহ সাতজনকে এ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জেলা আওয়ামী লীগ ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ অপরাধীদের গ্রেফতারে সার্বিক সহায়তা করেছে। সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক জানান, অপরাধী যেই হোক দলীয়ভাবে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সব সময় সন্ত্রাস ও অপরাধীদের কোনো ছাড়  দেন না। এ ব্যাপারে আওয়ামী লীগ কঠোর অবস্থানে রয়েছে। এদিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে হাসপাতালে ভিকটিম পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসার ভার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়া হয়েছে।

এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তিনি এখন অনেকটাই সুস্থ। নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, এটা দলীয় কোনো বিষয় নয়। অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখছি। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর