রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগকে চীনা কমিউনিস্ট পার্টি ও সুদানের অভিনন্দন

স্বাগত জানিয়েছে পাকিস্তান ও ডি-৮

কূটনৈতিক প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। এইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আবদুল্লাহ ও ডি-৮-এর সেক্রেটারি দাতো কু জাফর কু সারি। পাকিস্তান সরকারও বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) অভিনন্দনবার্তায় আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতামূলক কর্মকা- আরও প্রসারের ইচ্ছা প্রকাশ করেছে। সিপিসির কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো অভিনন্দনবার্তায় বলা হয়, নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের খবর জেনে আনন্দিত দলের কেন্দ্রীয় কমিটি। সিপিসি আওয়ামী লীগকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। বার্তায় আরও বলা হয়, আওয়ামী লীগ ও সিপিসির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক দুই দেশের কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিপিসি দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রস্তুত। সিপিসি আওয়ামী লীগের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, যাতে ভিন্নতার জায়গাগুলো সংরক্ষিত রেখে অভিন্ন ক্ষেত্রগুলোকে প্রসারিত করা যায়। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চীন-বাংলাদেশ দৃঢ় সম্পর্কের আরও উন্নয়ন করা যায়। অভিনন্দনবার্তায় বাংলাদেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

সুদানের অভিনন্দন : নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আবদুল্লাহ। গতকাল নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে তার এ বার্তা পৌঁছে দেয় নয়াদিল্লিতে থাকা সুদানের দূতাবাস। বার্তায় সুদানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সুদানের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে প্রত্যাশা করছি বাংলাদেশ ও সুদানের দ্বিপক্ষীয় চমৎকার সম্পর্ক আরও এগিয়ে নিতে আপনার চেষ্টার কোনো কমতি থাকবে না।’

ডি-৮-এর অভিনন্দন : নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়েছেন ডি-৮-এর সেক্রেটারি দাতো কু জাফর কু সারি। তুরস্কে ডি-৮ সচিবালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘কোনো সন্দেহ নেই আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সব ক্ষেত্রেই নতুন উচ্চতায় পৌঁছাবে।’ এ ঐতিহাসিক বিশাল বিজয় একটি সমৃদ্ধ বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী অবস্থান রাখা বাংলাদেশের পক্ষে জনরায়ের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়েছে ডি-৮ সেক্রেটারির বার্তায়।

স্বাগত জানিয়েছে পাকিস্তান : বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে স্বাগত জানাই। আমরা আশা ও প্রত্যাশা করি, সাম্প্রতিক বছরগুলোর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তরণ ঘটবে। ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে যাক, তা আমরা চাই।’

সর্বশেষ খবর