রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আইন আদালত

অবশেষে খারিজ প্রতারক জয়নালের সেই মামলা

নিজস্ব প্রতিবেদক

অবশেষে খারিজ প্রতারক জয়নালের সেই মামলা

দলিলের ভুয়া অনুলিপি আদালতে দাখিল করে জমির মালিকানা দাবিকারী প্রতারক শেখ মো. জয়নাল আবেদীনের সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। ফলে মিরপুরের পাইকপাড়ার ২২ তলা ভবনের মালিকানা নিয়ে আর কোনো জটিলতা থাকছে না মুন গ্রুপের মালিক মিজানুর রহমানের। জমির মূল দলিল দাখিলের বার বার নির্দেশনা দেওয়ার পরও মামলার বাদী জয়নাল তা দাখিল করতে ব্যর্থ হওয়ায় গত বছর ২৭ নভেম্বর ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবদুস সবুর মামলাটি খারিজ করে এ আদেশ দেন। গত ২ জানুয়ারি আদেশের অনুলিপি প্রকাশিত হয়। আদেশে আদালত বলে, ‘মামলাটি শুনানির জন্য ধার্য থাকলেও বাদীপক্ষ মূল কাগজাদি দাখিলে সময়ের আবেদন করেন। ওই সময় আবেদন বিবেচনার সুযোগ না থাকায় আবেদনটি না-মঞ্জুর হওয়ার পর বাদীপক্ষ শুনানির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ কিংবা হাজিরা প্রদান করেননি। এমনকি আদালত চলাকালে বার বার ডাকামতে বাদীপক্ষকে হাজির পাওয়া গেল না। বিবাদীপক্ষ হাজির আছেন। বাদীপক্ষ শুনানি না করায় দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মোকদ্দমাটি খারিজযোগ্য। ফলে মোকদ্দমাটি খারিজ করা হলো।’ একই দিন সময় আবেদন খারিজের আদেশে আদালত বলে, ‘বাদীপক্ষের দরখাস্ত বিষয়ে নিয়োজিত বিজ্ঞ কৌঁসুলির বক্তব্য শুনলাম। বিবাদীপক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌঁসুলি বাদীপক্ষের মূল কাগজাদি দাখিলের সময়ে দরখাস্তের বিষয়ে তীব্র আপত্তিপূর্বক তা না-মঞ্জুর প্রার্থনা করেন।’ আদেশে আদালত আরও বলে, ‘উভয় পক্ষের শুনানি শেষে বাদীপক্ষের দরখাস্তসহ নথি পর্যালোচনা করা হলো। নথি পর্যালোচনায় দেখা যায়, বাদীপক্ষের মাননীয় হাই কোর্ট বিভাগের দাখিলি সিভিল রিভিশনের পরিপ্রেক্ষিতে মাননীয় হাই কোর্ট বিভাগের আদেশমূলে অদ্য মোকদ্দমাটির বাদীপক্ষের মূল কাগজাদি দাখিলের জন্য ধার্য হয়। মাননীয় হাই কোর্ট বিভাগ মোকদ্দমার গুরুত্ব বিবেচনায় বাদীপক্ষের মূল কাগজাদি দাখিলের দিন হাই কোর্টের আদেশ জানা সত্ত্বেও বাদীপক্ষ অদ্য কাগজাদি দাখিল না করে বাদীপক্ষের সময়ের আবেদন দাখিলের যুক্তিযুক্ত কোনো কারণ দেখা যায় না।’ আদালত আরও বলে, ‘এমতাবস্থায় বাদীপক্ষের সময়ের দরখাস্তটি না-মঞ্জুর করা হলো। বাদীপক্ষ আদালতের আদেশমতে মূল কাগজাদি উপস্থাপন না করায় মোকদ্দমাটি খারিজের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এ মোকদ্দমাটির (১৩১/২০১৮) বাদীপক্ষ আদালতের আদেশমতে মূল কাগজাদি উপস্থাপন না করায় দেওয়ানি কার্যবিধির বিধান মোতাবেক খারিজ হয়।’ এর আগে আদালত যখন মামলার বাদীকে মূল কাগজাদি দাখিলের নির্দেশ দিয়েছিল, ওই সময় আরজি সংশোধনের নাম করে মামলা ফেরতও নেন প্রতারক জয়নাল। পরে দীর্ঘদিন লাপাত্তা থাকার পর পুনরায় মামলাটি দাখিল করে প্রতারক চক্রটি। বিষয়টি নিয়ে গত বছর ৯ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে ‘দলিল দাখিলের নির্দেশ পেয়েই পলাতক প্রতারক জয়নাল-গনি’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।

সর্বশেষ খবর