সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হলেন পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারের মন্ত্রিসভায় বতর্মান মন্ত্রিসভার সিংহভাগ সদস্যই বাদ পড়েছেন। তবে চমক দেখিয়েছেন বর্তমান মন্ত্রিসভার পাঁচজন প্রতিমন্ত্রী। তারা পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন। ধারণা করা হচ্ছে, গত পাঁচ বছরে তাদের কার্যক্রমের দক্ষতায় প্রধানমন্ত্রী তাদের পুরস্কৃত করেছেন। যে চারজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন তারা হলেন- বর্তমান মন্ত্রিসভার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান। নতুন মন্ত্রিসভায় তিনি পদোন্নতি পেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। ভূমি প্রতিমন্ত্রী চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে নতুন সরকারে স্থান পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে গত পাঁচ বছর দায়িত্ব পালন করা জাহিদ মালেক নতুন সরকারের মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। লালমনিরহাট থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ পদোন্নতি পেয়ে এবার একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন বীর বাহাদুর ঊশৈ সিং। তিনি এবার পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে আজ নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ  নিতে যাচ্ছেন।

সর্বশেষ খবর