সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কৃষি সংবাদ

কেঁচো সার উৎপাদনে ব্যস্ত চরের নারীরা

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

কেঁচো সার উৎপাদনে ব্যস্ত চরের নারীরা

ফরিদপুরের চরাঞ্চলের নারীরা কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে বেশ লাভবান হচ্ছেন। তাই কেঁচো সার উৎপাদনে ব্যস্ত চরের নারীরা। এক সময় চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীরা শুধু ঘরের কাজ করেই সময় কাটাতেন। এখন তাদের দিন বদলেছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফের সার্বিক সহযোগিতায় চরাঞ্চলের নারীরা এখন কেঁচো সার বিক্রি করে স্বাবলম্বী ও সংসারের হাল ধরতে সক্ষম হয়েছেন। প্রতি মাসে এই সার বিক্রি করে ৫ থেকে  ৮ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। এই সার বিক্রি করে নারীরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি এ সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন কৃষকরা। ফলে বর্তমানে এ সার কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফরিদপুরের চরাঞ্চল নর্থচ্যানেল, ডিক্রিরচর ও চরমাধবদিয়া ইউনিয়নের অর্ধশতাধিক নারী এখন কেঁচো সার উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন। বছরখানেক আগে স্থানীয় উন্নয়ন সংস্থাটি গ্রামীণ কয়েকজন নারীকে কেঁচো সার উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ দেয়। পরে তাদের বিনামূল্যে গরু প্রদান করে। আর এসব গরুর গোবর থেকেই তৈরি হচ্ছে কেঁচো সার। গ্রামের এসব নারী তাদের সবজি ক্ষেতে নিজেরাই এ সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন এবং এ সার বিক্রি করছেন কৃষকদের কাছে। প্রতিকেজি সার বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। আর কেঁচো বিক্রি হচ্ছে প্রতি কেজি আড়াই থেকে তিন হাজার টাকা দরে। প্রতি মাসে একেকজন নারী সার ও কেঁচো বিক্রি করে ১০ থেকে ১২ হাজার টাকা আয় করছেন। কেঁচো সার বিক্রি করে স্বাবলম্বী নারীর তালিকা ক্রমেই লম্বা হচ্ছে।

একজনের দেখাদেখি অন্য নারীরাও এগিয়ে আসছেন সার উৎপাদনে।

চরমাধবদিয়া ইউনিয়নের হাফেজডাঙ্গী গ্রামের মনোয়ারা বেগম জানান, তিনি স্বামী, সন্তান নিয়ে একসময় বেশ কষ্টের মধ্যে দিন কাটাতেন। বর্তমানে তার সংসারে তেমন কষ্ট নেই। স্বামীর আয় আর নিজের আয় দিয়ে এখন সবাইকে নিয়ে ভালো আছেন। একই কথা জানালেন, সুফিয়া বেগম, মরিয়ম বেগম, হাফিজা খাতুন। তারা আরও জানান, রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারছেন। ফলে এই বিষমুক্ত সবজির চাহিদা বেড়েছে। এখন গ্রাম থেকেই এসব সবজি কিনতে শহরের লোকজন ছুটে আসছেন। কেঁচো সার ব্যবহার করে নানা রকমের সবজি উৎপাদন করায় ক্রেতাদের মাঝে বিষমুক্ত সবজির চাহিদা বেড়েছে। কেঁচো সার ব্যবহার করে উৎপাদিত সবজি এখন ফরিদপুরের গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

সর্বশেষ খবর