বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইশতেহার বাস্তবায়নে নজর দিতে হবে

-অধ্যাপক নজরুল ইসলাম

ইশতেহার বাস্তবায়নে নজর দিতে হবে

বিশিষ্ট নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মন্ত্রিসভা গঠিত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে। তাই আমি মনে করি তাদের নির্বাচনী ইশতেহারের যথাযথ বাস্তবায়ন করতে পারলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মন্ত্রীদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতায় নজর দিতে হবে। অর্থনৈতিক উন্নয়নকে ধরে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। সঠিক কর্মপন্থা নির্ণয় করে দেশকে এগিয়ে নিতে হবে। সার্বিক উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়াই নতুন মন্ত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ। জনগণের জীবনমান উন্নয়নে কোন বিষয়গুলো জরুরি তা নির্ধারণ করতে হবে। শুধু অর্থনীতি নয়, দেশের মানুষের সার্বিক সূচক উন্নয়নে নজর দিতে হবে।

সর্বশেষ খবর