বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তদবির-সুপারিশ বন্ধ করতে হবে

-ড. ইফতেখারুজ্জামান

তদবির-সুপারিশ বন্ধ করতে হবে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারু-জ্জামান বলেন, মন্ত্রণালয়ে তদবির-সুপারিশ বন্ধ করতে হবে। বিভিন্ন দলমতের মানুষ মন্ত্রণালয়ে যেন অসৎ তদবির বা সুপারিশের জন্য না আসতে পারে সেটা ঠেকাতে হবে। নিজের দলীয় কর্মী বা অন্য যে কারও জন্যই তদবিরকে প্রশ্রয় দেওয়া যাবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ের সংখ্যাগরিষ্ঠতাকে সঠিকভাবে ব্যবহার করাই একটা বড় চ্যালেঞ্জ। যেসব নেতা-কর্মী নির্বাচনে বিজয়ী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা যেন দুর্নীতি করে সম্পদ গড়তে না পারেন সে বিষয়টি দেখতে হবে। তারা যদি প্রতিদানে ক্ষমতা এবং অর্থে গা ভাসাতে চায় সেটা নিয়ন্ত্রণ করতে হবে মন্ত্রীদের। মন্ত্রীরা নিজেরা যেমন অসৎ কিছু করবেন না তেমন তাদের সাহায্য নিয়ে কেউ যেন অসৎ কিছু না করতে পারে সেটা দেখার দায়িত্বও তাদের।

সর্বশেষ খবর