বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সেই গণধর্ষণে রিমান্ড চলছে সাতজনের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ ঘটনার মামলায় এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাত আসামির পাঁচ দিন করে রিমান্ড চলছে। রিমান্ডের দ্বিতীয় দিনে গতকাল অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে প্রকাশ করতে অনিচ্ছুক ডিবি পুলিশ। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, রিমান্ডের দ্বিতীয় দিনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও গভীর তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছে না। বুধবার আরও এক আসামির রিমান্ডের শুনানি হবে।

ডিবি পুলিশ আরও জানায়, এজাহারভুক্ত নয় আসামির মধ্যে সাতজনের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করলে, শুনানি শেষে ২ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। ডিবি ওসি আরও জানান, গ্রেফতার আসামি সালাউদ্দিন ও আবুলকে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আসামিরা আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় তাদের জবানবন্দি দেন এবং তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। সোমবার রাতে তাদের দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, তদন্তের স্বার্থে রিমান্ডের তথ্য দেওয়া যাবে না। এখন পর্যন্ত ১০ জন গ্রেফতার হয়েছেন।

সর্বশেষ খবর