বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লিপস্টিকের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা

সুবর্ণচরে গণধর্ষণে প্রধান আসামিসহ আরও দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক ও নোয়াখালী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ধর্ষণে ব্যর্থ হয়ে নুসরাত জাহান ও ফারিয়া আক্তার দোলা নামে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিনের আদালতে আসামি মোস্তফা ও আজিজুল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস থেকে মোস্তফা এবং ডেমরার মোল্লাব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলা থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে গতকাল ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, সোমবার দুপুরে নুসরাত (সাড়ে ৪ বছর) ও দোলা (৫ বছর) খেলছিল। এ সময় আসামিরা অসৎ উদ্দেশ্যে লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কক্ষে ডেকে নেয়। তারা শিশুদের সাজায় ও ইয়াবা সেবন করে। পরে শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করলে তারা চিৎকার করতে থাকে। তখন আসামিরা উচ্চৈঃস্বরে গান বাজায়। যেন শিশুদের আর্তচিৎকার কক্ষের বাইরে না যেতে পারে। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। এক পর্যায়ে মোস্তফা গামছা দিয়ে নুসরাতকে এবং আজিজুল হাত দিয়ে দোলাকে শ্বাসরোধে হত্যা করে। মোস্তফা ও আজিজুল মামাতো-ফুফাতো ভাই। ঘটনার পর আজিজুল পালিয়ে গেলেও মোস্তফা বাসায় অবস্থান করছিল। পুলিশের তথ্য মতে, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত গামছা, শিশুদের দুই জোড়া স্যান্ডেল, সাউন্ডবক্স ও শিশুদের প্রলোভন দেখানোর জন্য ব্যবহৃত লিপস্টিক উদ্ধার শেষে জব্দ করা হয়েছে।

সুবর্ণচরের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি : সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় গতকাল নোয়াখালীর আদালতে মামলার প্রধান আসামি মো. সোহেলসহ দুজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। সাত আসামির পাঁচ দিনের রিমান্ডের তৃতীয় দিন দুজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে সন্ধ্যায় গণধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, এ ঘটনা সবাইকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে।

সর্বশেষ খবর