শিরোনাম
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুক্তিপণের টাকা নিতে গিয়ে আটক কিশোর বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মনিরামপুরে শিশু অপহরণে জড়িত সন্দেহভাজন বিল্লাল নামের এক কিশোর (১৯) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা থেকে এক ইমেইল বার্তায় জানানো হয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় অপহরণকারীদের গুলিতে বিল্লালের মৃত্যু হয়। পরে ওই এলাকা থেকে অপহৃত শিশু তারিফ হোসেনের (৯) লাশ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল মনিরামপুর উপজেলার ফেদাইপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ৬ জানুয়ারি বিকালে ফেদাইপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র তারিফ হোসেন বাড়ির পাশে খেলতে যায়। এরপর আর সে ফেরেনি। পরে অপহরণকারীরা তারিফের বাবার কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে পরদিন মনিরামপুর থানায় জিডি করা হয়। অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে পুলিশ বিল্লালকে আটক করে। জিজ্ঞাসাবাদে বিল্লাল স্বীকার করে তারা তারিফকে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেদাইপুর গ্রামের কবিরের বাড়ির উত্তর পাশে ব্রিজের নিচে রেখেছে। সে অনুযায়ী মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিল্লালকে নিয়ে পুলিশের একটি দল তারিফের লাশ উদ্ধারের জন্য ওই স্থানে গেলে অপহরণকারী দলের অন্য সদস্যরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়লে গোলাগুলির মধ্যে অপহরণকারীদের গুলিতে আহত হয় বিল্লাল। অপহরণকারীরা পালিয়ে যাওয়ার পর পুলিশ বিল্লালকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে শিশু তারিফের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন।

সর্বশেষ খবর