বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গার্মেন্ট শিল্প পাল্টে দিতে বসুন্ধরায় অটো মেশিনারিজ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

শত শত গার্মেন্ট শ্রমিক নিয়ে পোশাক উৎপাদন করতে হবে না গার্মেন্ট মালিকদের। শ্রমিক ছাড়াই উৎপাদন সম্ভব। সব কিছুই করবে একটি মাত্র মেশিন। এজন্য শুধু কম্পিউটারে ডিজাইন করে নির্দেশনা দিলেই চলবে। ঘণ্টার পর ঘণ্টা তৈরি হবে হাজার হাজার পোশাক। এমন আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মেশিন বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পকে পাল্টে দিতে বাজারে নিয়ে এসেছে অটো মেশিনারিজ। এসব গার্মেন্ট মেশিনারিজ গার্মেন্ট মালিক ও সংশ্লিষ্টদের কাছে আরও পরিচিত করতে চার দিনব্যাপী মেলা বসেছে রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। গতকাল মেলার উদ্বোধন করা হয়। চার দিনব্যাপী এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। পোশাক শিল্পের মেশিনারিজ ও সহায়ক পণ্যের দুটি আলাদা প্রদর্শনীতে ৩৭টি দেশের ১ হাজার ২০০টি কোম্পানি অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন মেশিনারিজ কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা এসেছেন। কোম্পানির প্রকৌশলীরা মেলায় আসা গার্মেন্ট মালিক এবং টেকনিশিয়ানদের মেশিন পরিচিতি ও নানা বিষয় বুঝিয়ে দিচ্ছেন। গার্মেন্ট মেশিনারিজ, যন্ত্রাংশ, ফেব্রিকস ও কাঁচামাল সম্পর্কে দেশের গার্মেন্ট সংশ্লিষ্টদের ধারণা দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মেলা আয়োজক কমিটি। তারা জানান, এ মেলায় যেসব মেশিন প্রদর্শিত হচ্ছে তার বেশির ভাগই রোবটিক। হাতে কোনো কাজ করতে হবে না। যা করার সবই করবে মেশিন। ফলে একজন শ্রমিক যখন ঘণ্টায় ১০টি কাপড় তৈরি করবে তখন মেশিন তৈরি করবে ২০টি। এ ছাড়াও এসব মেশিন শ্রমিক সাশ্রয় করবে। ফলে একই কাজের অন্য মেশিন চালাতে পাঁচজন শ্রমিকের প্রয়োজন হলেও অটোমেটিক এসব মেশিনের তা প্রয়োজন হবে না। কোনো শ্রমিক ছাড়া শুধু কম্পিউটার ডিজাইন দিয়ে নির্দেশনা দিলেই কাজ করবে ঘণ্টার পর ঘণ্টা। মেলায় যেসব মেশিন এসেছে, তার সবগুলোই আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। এবারের মেলায় বিভিন্ন মডেলের আধুনিক মেশিন এসেছে। মেলায় রয়েছে চীন, হংকং, তাইওয়ান, কোরিয়া, তুর্কির আলাদা প্যাভিলিয়ন। আইসিসিবির চারটি হল ও মাঠসহ পুরো এলাকাজুড়ে তৈরি করা হয়েছে প্যাভিলিয়ন। মেলাজুড়ে দর্শনার্থীদের সহায়তা করতে কাজ করছেন মেলা সংশ্লিষ্টরা। সুতা তৈরির জন্য হংকংয়ের উৎপাদিত মেশিন  নিয়ে এসেছে মেলায়। পোশাক, সুতার সঙ্গে রয়েছে প্যাকেজিং কারখানার বিভিন্ন উপকরণ মেশিনারিজ। কারখানা স্থাপনে আগ্রহী উদ্যোক্তারা যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দিয়ে মেশিনারিজ স্থাপন করে দেবে এসব প্রতিষ্ঠান। মেলায় গিয়ে দেখা গেছে, প্রতিটি স্টলে কর্মীরা মেশিন চালাচ্ছেন। দর্শনার্থীদের তারা দেখিয়ে দিচ্ছেন কীভাবে কাজ করে এসব মেশিন। মেশিনারিজ সরবরাহকারী ও আমদানিকারকরা উদ্যোক্তাদের হাতে-কলমে দেখান। দেখানো হয় পোশাকে কীভাবে বিভিন্ন ধরনের ডিজাইন প্রিন্ট করা হয়। দর্শনার্থীরা দেখেন, যন্ত্রের সাহায্যে চোখের নিমিষেই কীভাবে তৈরি পোশাক প্যাকেট হচ্ছে। এ ছাড়া প্রদর্শন করা হয় বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের উৎপাদিত ফিনিশিং আয়রন। আরও রয়েছে আন্তর্জাতিক মানের সুইং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডায়িং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং ও ¯েপ্রডিং মেশিনারিজ। এতে বিভিন্ন কোম্পানি তুলে ধরে প্রাকৃতিক ও কৃত্রিম সুতা এবং ওভেন ও নিট শিল্পের জন্য উভয়ের মিশ্রণের সর্বাধুনিক সংগ্রহ।

সর্বশেষ খবর