শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

৭২ দেশের ২১৮টি চলচ্চিত্র নিয়ে রাজধানীতে শুরু হলো ‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০১৯’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, যমুনা ব্লক বাস্টার সিনেমাস, আলিয়ঁস ফ্রঁসেস ও পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হবে উৎসবের চলচ্চিত্রগুলো। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নয় দিনের এ উৎসবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব আবদুল মালেক। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন উৎসবের কার্যনির্বাহী সদস্য ম. হামিদ; স্বাগত বক্তৃতা করেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী আলোচনা শেষে প্রদর্শিত হয় তুরস্কের নির্মাতা আনদাজ হাজানেদারগলুর চলচ্চিত্র ‘দ্য গেস্ট’। উদ্বোধনী আনুষ্ঠানিকতার আগে দলীয় নৃত্য পরিবেশন করে ভাবনা নৃত্যদল।

সর্বশেষ খবর