শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কত সম্পদ চতুর্থ শ্রেণির কর্মীর!

উত্তরায় চারটি পাঁচতলা বাড়ি একটি প্লট, অস্ট্রেলিয়ায়ও আছে বাড়ি, বিভিন্ন এলাকায় সম্পদ

নিজস্ব প্রতিবেদক

বিপুল সম্পদের তথ্য পেয়ে স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ বিভাগের কর্মী মো. আবজাল হোসেনকে  জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক কার্যালয়ে সংস্থার উপপরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের অভিযোগ থেকে জানা যায়, আবজাল হোসেন দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচ তলা বাড়ি রয়েছে। বাড়ি নম্বর ৪৭, ৬২ ও ৬৬। ১৬ নম্বর রোডে রয়েছে পাঁচ তলা বাড়ি। বাড়ি নম্বর ১৬। এ ছাড়া ১১ নম্বর রোডে একটি প্লট রয়েছে। প্লট নম্বর ৪৯। এ ছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় তাদের বিপুল সম্পদ রয়েছে। অস্ট্রেলিয়ায় তাদের বাড়ি আছে।

সর্বশেষ খবর