শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সামাজিক মূল্যবোধের পরিবর্তন আনা উচিত

------------ ড. জিনাত হুদা

সামাজিক মূল্যবোধের পরিবর্তন আনা উচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা বলেছেন, সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। বিভিন্ন ধরনের সিনেমা এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মূল্যবোধের রক্ষাকবচগুলোতে ধস নেমেছে। দিন দিন ধস নামছে পারিবারিক বন্ধনগুলোতে। ইন্টারনেট আর ভারতীয় চ্যানেলগুলোর আধিক্যতায় অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। এতে খারাপ দিকগুলো বেশি দানা বাঁধছে এবং এক ধরনের প্রতিহিংসার জন্ম নিচ্ছে। ফলে একজন আরেকজনের চরিত্র হননের জন্য বিভিন্ন কুৎসিত ভাষার ব্যবহার করছে। আর বেশিরভাগ সময় কুৎসিত মনোভাব দ্বারা আক্রমণের বস্তুতে পরিণত হয় নারী ও শিশু। এ থেকে উত্তরণের জন্য আমাদের সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে পরিবর্তন আনা উচিত। নৈতিকতা বাড়াতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে সন্তানদের। সমাজের মধ্যে সভ্যতার বিকাশ ঘটাতে হবে। সোশ্যাল মিডিয়ার যেসব বিষয় উসকে দেয়- সেগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে। শিক্ষার কারিকুলামে পরিবর্তন আনতে হবে এবং এ ক্ষেত্রে রাজনীতিবিদদের সুনির্দিষ্ট অঙ্গীকার থাকতে হবে। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজনীতির পরিশীলতার মাধ্যমে সামাজিক মূল্যবোধ গড়া সম্ভব। সমাজের অপসংস্কৃতির উৎসমুখগুলো দ্রুত বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর