মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সুবর্ণচরে গণধর্ষণ

আরও এক আসামির স্বীকারোক্তি, দুজন ফের রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানদের বেঁধে রেখে নারীকে গণধর্ষণের ঘটনায় রিমান্ডে থাকা মুরাদ নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকালে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ হাকিম নবনীতা গুহ আসামি মুরাদের জবানবন্দি রেকর্ড করেন।

অপরদিকে একই আদালতে আসামি রুহুল আমিনকে কারাফটকে দুদিন জিজ্ঞাসাবাদ ও হাছান উদ্দিন ভুলুকে ফের তিন দিনের রিমান্ড দেন। চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় ১১ আসামির মধ্যে আটজন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা হলেন- আবুল, ছালা উদ্দিন, মো. সোহেল, জসিম উদ্দিন, স্বপন, বেচু ও হেঞ্জু মাঝি। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, পাঁচ দিনের রিমান্ডের চতুর্থ দিনে আসামি মুরাদ আদালতে জবানবন্দি দিতে রাজি হন। জবাবন্দিতে মুরাদ ওই নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া অপর দুই আসামি রুহুল আমিন ও হাছান উদ্দিন ভুলুকে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রুহুল আমিনকে কারাফটকে দুদিন জিজ্ঞাসাবাদ এবং হাছান উদ্দিন ভুলুকে পুনরায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ খবর