মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকার রেস্টুরেন্টে পচা মাংস, তিন জনের সাজা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে তিন মাস আগের পচা মাংস রান্না করে বিক্রির অভিযোগে তিনজনকে সাজা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এদিকে পুরান ঢাকার অলিগলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভেজালবিরোধী অভিযানে মোট ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, পুরান ঢাকার গেন্ডারিয়ায় সহকারী পরিচালক আবদুল জব্বার ম লের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় অমিত ড্রাগ হাউসকে ২৫ হাজার, মা মেডিসিন সেন্টারকে ৫ হাজার, সরকার মেডিকেল হলকে ১০ হাজার, শান্তা ফার্মেসিকে ১০ হাজার, জে এস মেডিসিন পয়েন্টকে ১০ হাজার এবং মরিয়ম মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ওষুধ ধ্বংস করে আদালত। এ ছাড়া ভেজাল খাবার বিক্রির অভিযোগে বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার , মণিমুক্তা হোটেলকে ২০ হাজার ও তৃপ্তি মিষ্টান্ন ভা ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে সিটি করপোরেশন সূত্র জানায়, প্রায় ৩ মাস আগের পচা মাংস রান্না করে বিক্রির অভিযোগে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সিলভানা রেস্টুরেন্টের মালিক মোস্তফা কামালকে তিন দিনের সশ্রম কারাদ , বিসমিল্লাহ হোটেলের মালিক আলতাফ হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদ  এবং পল্টনের নাইটিংগেল মোড়ের নিউ ঢাকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মুজিবর রহমানকে ১৫ দিনের কারাদ  দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ ছাড়া পচাবাসি ও স্যাঁতসেঁতে পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে আজিজ সুপার মার্কেটের মৌমিতা রেস্টুরেন্টকে ২০ হাজার, বিজয়নগরের নাইটিংগেল মোড়ের ডায়মন্ড রেস্টুরেন্টকে এক লাখ, কড়াই গোস্ত রেস্টুরেন্টকে এক লাখ, দস্তরখানা রেস্টুরেন্টকে এক লাখ ও কস্তুরী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আজিমপুর ছাপড়া মসজিদ এলাকার ডেলিশাস ফুডকে ১০ হাজার ও হোটেল রোজ হ্যাভেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, পুরান ঢাকার ইসলামপুর রোডে অমূল্য মিষ্টান্ন ভা ারকে ৪০ হাজার এবং একই এলাকার আরও তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।

সর্বশেষ খবর