শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পোশাক শিল্পপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

পোশাক শিল্পপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বসুন্ধরায়

পোশাক শিল্পপণ্যের সর্বাধুনিক বৈশ্বিক প্রযুক্তি তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। গতকাল প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রদর্শনীগুলোয় গার্মেন্ট শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়েছে। আইসিসিবির ১০টি হলজুড়ে প্রদর্শনীগুলো চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। এতে ২৪টি দেশের ৫১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। ‘গার্মেন্টেক বাংলাদেশ-২০১৯’, ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার-২০১৯’, ‘গ্যাপেক্সপো-২০১৯’ এবং ‘প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্টারন্যাশনাল এক্সপো বাংলাদেশ-২০১৯’ শীর্ষক প্রদর্শনী চারটি সম্মিলিতভাবে আয়োজন করেছে জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিশে^ গার্মেন্ট শিল্পে আমাদের অবস্থান অনেক উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পসমৃদ্ধ দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, গার্মেন্ট শিল্পের স্টেকহোল্ডাররা সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে গেছেন। পোশাকশিল্প খাত কর্মসংস্থানের অনেক সুযোগ তৈরি করেছে, ভবিষ্যতেও বেকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। গার্মেন্ট সেক্টরের মতো প্যাকেজিং খাতটিও অনেক বড়। প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে এই খাতগুলোর উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। বিজিএপিএমইএর প্রেসিডেন্ট আবদুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএপিএমইএর ট্রেড ফেয়ারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, বিজিএপিএমইএর উপদেষ্টা রাফেজ আলম চৌধুরীসহ আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর