শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চালুর অপেক্ষায় মেঘনা-গোমতী সেতু

কাঁচপুরের কাজ দ্রুত শেষ হওয়ার কারণে সরকারের চোখ মেঘনা-গোমতীতে

নিজামুল হক বিপুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগের নাম ‘মেঘনা’ এবং দাউদকান্দির ‘মেঘনা-গোমতী’ সেতু। এই দুই সেতু চালু করার উপযুক্ত হওয়ার জন্য আরও প্রায় সাড়ে চার মাস সময় লাগবে। দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের। গত ডিসেম্বরের মধ্যেই এই সেতু দুটিসহ কাঁচপুর সেতু উদ্বোধনের কথা ছিল। কিন্তু অনেক কাজ বাকি থাকায় সেটা আর সম্ভব হয়নি। যদিও কাঁচপুর সেতু নির্মাণ কাজ প্রায় শেষ এবং এটি উদ্বোধনের জন্য গত মঙ্গলবার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। আর মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু দুটি আগামী রমজানের ঈদের আগেই অর্থাৎ মে মাসে উদ্বোধনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক (পিডি) এবং সওজ সূত্র। সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার পর সরকার এই মহাসড়কের শীতলক্ষ্যায় কাঁচপুর, মেঘনা এবং দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর তিনটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়। বিদ্যমান তিনটি সেতু পুরনো এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে তিনটি সেতু নির্মাণের জন্য জাপানি সাহায্য সংস্থার (জাইকা) অর্থায়নে এই তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের চুক্তি করে সড়ক ও জনপথ অধিদফতর। সওজ সূত্র জানায়, মেঘনা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি ৯৩০ মিটার, দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুটি ১৪০০ মিটার এবং কাঁচপুর সেতুটি প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্যরে। তিনটি সেতুর কাজই একসঙ্গে শুরু করে চারটি জাপানি নির্মাণ প্রতিষ্ঠান। ইতিমধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যরে কাঁচপুর সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। বাকি দুটির মধ্যে মেঘনা নদীর ওপর নির্মাণাধীন সেতুর ঢালাইয়ের কাজ প্রায় ৬০০ মিটার সম্পন্ন হয়েছে। বাকি ৩০০ মিটার খুব শিগগির শেষ হবে। আর দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মাণাধীন মেঘনা-গোমতী সেতুটির ঢালাইয়ের কাজ বলতে গেলে শুরু হয়েছে। ইতিমধ্যে মাত্র ১০০ মিটার ঢালাই হয়েছে। এই সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. নুরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই তিন সেতু নির্মাণ কাজ শেষ করার নির্ধারিত সময় হচ্ছে আগামী জুন মাস পর্যন্ত। আমরা আশা করেছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শেষ করতে পারব। সে জন্য ডিসেম্বরে তিনটি সেতু উদ্বোধনের একটা পরিকল্পনা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় এবং তড়িগড়ি করে কাজ সমাপ্ত না করার চিন্তা থেকেই আমরা সময় নিয়ে সেতুগুলোর কাজ করছি। তিনি বলেন, মে মাসের মধ্যেই মেঘনা এবং মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজ শেষ করে রোজার ঈদের আগেই সেতু দুটি খুলে দেওয়া যাবে বলে আশা করছেন। তিনি জানান, এই তিনটি সেতুর আয়ু হবে ১০০ বছর।

সর্বশেষ খবর