সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় জাদুর লাটিম

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় জাদুর লাটিম

ডিজিটাল দুনিয়ার মারাত্মক প্রভাবে আরব্য রজনী এখন অতীত ইতিহাস হলেও মানুষ সব সময় কল্পনাপ্রিয়। আর এই কল্পনাপ্রিয় মানুষকে রূপকথার রাজ্যে নিয়ে বিনোদন প্রদানের উদ্দেশ্যে কণ্ঠশীলন মঞ্চায়ন করেছে নিয়মিত প্রযোজনার নাটক ‘জাদুর লাটিম’। গতকাল সন্ধ্যায় এটি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয়।

নোবেল বিজয়ী মিসরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের ‘অ্যারাবিয়ান নাইটস অ্যান্ড ডেজ’ অবলম্বনে রফিক হারিরির নাট্যরূপে ‘জাদুর লাটিম’-এর নির্দেশনায় ছিলেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রইস উল ইসলাম, মোস্তফা কামাল, একেএম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জেএম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, অনুপমা আলম, আবদুুল কাইয়ুম, রুবেল মজুমদার, লায়লা নজরুল, নিশরাত জেবিন নিশি, শেখ সাজ্জাদুর রহমান, ফাহিম আবরার, আনিকা মৌনি, তাসিন ইসলাম, মিজানুর রহমান চৌধুরী মিশন, অনুপ্রভা মন্ডল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর