সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
শেয়ার কারসাজি

সস্ত্রীক লুৎফুর রহমান বাদলের সম্পত্তি ক্রোক

নিজস্ব প্রতিবেদক

শেয়ার কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলমের সব স্থাবর-অস্থাবর (২৭০ কোটি টাকা) সম্পত্তি বাজেয়াপ্ত ও ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে তার এ বিপুল সম্পত্তি ক্রোক করা হয়েছে গতকাল।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পেনাল কোডের ৩৮৬ ধারা অনুযায়ী, বাদলের ব্যাংক হিসাবে থাকা টাকা ব্যাংকের জিম্মায় এবং সব স্থাবর-অস্থাবর সম্পদ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকবে।

সর্বশেষ খবর