বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আরও একটি স্প্যান বসল, ১০৫০ মিটার দৃশ্যমান পদ্মা সেতুর

শরীয়তপুর প্রতিনিধি

আরও একটি স্প্যান বসল, ১০৫০ মিটার দৃশ্যমান পদ্মা সেতুর

পদ্মা সেতুতে আরও একটি স্প্যান বসানো হয়েছে গতকাল -বাংলাদেশ প্রতিদিন

পদ্মা সেতুর সপ্তম স্প্যানটি জাজিরা প্রান্তে ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। গতকাল সকালে স্প্যানটি ৩৬-৩৭ নম্বর পিলারের ওপর বসানো সম্পন্ন করেছে সেতু বিভাগ। ১৫০ মিটার লম্বা ও ১৩ মিটার প্রশস্ত বিশাল স্প্যানটি ক্রেন দিয়ে উঠানো হয়েছে। স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হলো। এ ছাড়া মাওয়া পয়েন্টে একটি ১৫০ মিটার স্প্যান বসানো হয়েছে। এর ফলে সেতুর মোট দৃশ্যমান ১০৫০ মিটার। ৪২টি স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান এবং সবশেষ গত বছর ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান বসানো হয়। পঞ্চম স্প্যান বসানোর পর দৃশ্যমান হয় ৭৫০ মিটার। ষষ্ঠ স্প্যান গতকাল বসানো হয় মাওয়া প্রান্তে ১৫০ মিটার এবং সপ্তম স্প্যান একই দিন গতকাল বসানো হয় জাজিরা প্রান্তে ১৫০ মিটার। এ পর্যন্ত সব মিলিয়ে পদ্মা সেতুর ১০৫০ মিটার দৃশ্যমান হলো। সেতু বিভাগরে প্রকৌশলীরা জানান, সপ্তম স্প্যানটি জাজিরা প্রান্তে ৩৬-৩৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনটি যাত্রা শুরু করে। স্প্যানটি পিলারে তোলার পুরো কাজটি করা হয়েছে ভাসমান ওই ক্রেন আর প্রযুক্তির সাহায্যে। ৩ হাজার ৭০০ টন ওজনের একটি ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানটি আনা হয়েছে। ওই ক্রেনটি দিয়েই পিলারের ওপর স্প্যানটি গতকাল সকালে বসানো হয়েছে। স্প্যানটি জাজিরা প্রান্তে পিলারের কাছে পৌঁছতে এক দিন সময় লাগে। ইতিমধ্যে অ্যাপ্রোচ সড়ক দিয়ে গাড়ি চলাচল শুরু করেছে। টোলপ্লাজার নির্মাণকাজ শেষ করেছে সেতু বিভাগ। পদ্মা সেতুর দুই পাড়ে দিন-রাত চলছে বিশাল কর্মযজ্ঞ। সপ্তম স্প্যান বসানোর খবরে দারুণ খুশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান এবং সবশেষ ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান বসানো হয়েছে। গতকাল স্প্যান বসানোর কাজ সম্পন্ন হলে জাজিরা প্রান্তে ৯০০ মিটার ও মাওয়া প্রান্তে ১৫০ মিটারসহ মোট ১০৫০ মিটার দৃশ্যমান হয়। ৪২টি পিলারের ওপর এমন ৪১টি স্প্যানের সাহায্যে পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। এ সেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৩ শতাংশ। এ ছাড়া মূল প্রকল্প কাজের ৭৩ শতাংশ শেষ করেছে সেতু বিভাগ। সেতুর নির্মাণকাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে অন্য এলাকার অর্থনৈতিক কর্মকা- বেড়ে যাবে কয়েক গুণ। পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জা?নি?য়ে?ছেন, পদ্মা সেতুর সপ্তম স্প্যানটি মঙ্গলবার সকাল ৮টার দি?কে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা আনা হয়েছে। গতকাল সকালে স্প্যানটি ৩৬-৩৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হলো। এ ছাড়া মাওয়া প্রান্তে ১৫০ মিটার দৈর্ঘ্যরে ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে। এর ফলে সেতুর মোট দৃশ্যমান হয়েছে ১০৫০ মিটার।

সর্বশেষ খবর