বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিরোধ মিটেছে ফেব্রুয়ারিতে ইজতেমা

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ জামাতের সাদ সমর্থক ও সাদবিরোধী উভয় পক্ষের বিরোধ মীমাংসা হয়েছে। আগামী ফেব্রুয়ারির যে কোনো সময় দুই পক্ষই একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আড়াই ঘণ্টা বৈঠক করার পর এ সিদ্ধান্ত আসে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, উভয় পক্ষ ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা করার বিষয়ে সম্মত হয়েছে। তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দিল্লির মাওলানা সাদ এবার আর ইজতেমায় যোগ দিতে আসছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার তারিখ ঠিক করার জন্য মাওলানা জুবায়ের আহমদ ও মাওলানা ওয়াসেকুল ইসলাম ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসবেন। ২০১৮ সালের বিশ্ব ইজতেমার পর তাবলিগ জামাতের দুই পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করে। দিল্লির নিজামুদ্দিন মারকাজপন্থি মাওলানা সাদের অনুসারীরা এ বছর ১১, ১২ ও ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেন। এর বিরোধিতা করে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ইজতেমার তারিখ নির্ধারণ করেন হেফাজতপন্থি মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে গত বছর ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন।

সর্বশেষ খবর