বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লার মামলায় খালেদার জামিন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদালতে বিচারাধীন নাশকতা ও হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবরের আদালতে অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানি পিছিয়ে গেলে গত রবিবার হাই কোর্টে খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদন করেন। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদুল আলম। গত ১৬ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠন ও খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবর অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানি পিছিয়ে দেন। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরও ২৭ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসমি করা হয়। উভয় মামলায় পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ খবর