বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
শিক্ষককে মারধর

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এক শিক্ষককে পুলিশ মারধর করার ঘটনা নিয়ে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা থানায় ভাঙচুর চালিয়েছেন। পুলিশ এ সময় রাবার বুলেট ও লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ১৬ শিক্ষার্থী আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে নগরীর শহীদ  সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. শরীফুল আলমের গাড়ির সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিত-া হলে ট্রাফিক পুলিশ এগিয়ে আসে। এ সময় ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিত ার ঘটনা ঘটে। পরে পুলিশ ওই শিক্ষককে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং থানায় ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ১৬ শিক্ষার্থী আহত হন। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন। সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি করেছি। এর পেছনে অন্য কিছু আছে কিনা খতিয়ে দেখা হবে। কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আবদুর রফিক জানান, এরই মধ্যে ঘটনাটির শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। আহত ছাত্রদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর