শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার দূতাবাস ও কনসুলেট শিগগিরই বন্ধ হচ্ছে

প্রতিদিন ডেস্ক

ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রে তাদের দূতাবাস ও সব কনসুলেট বন্ধ করে দেবে বলে জানিয়েছেন দেশটির  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সূত্র : রয়টার্স।

গতকাল রাজধানী কারাকাসের সুপ্রিম কোর্টে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাদুরো এ কথা বলেন। বিরোধী দলের  নেতা হুয়ান গুইদোকে ‘অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতির জেরে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার এক  দিনের মাথায় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসা মাদুরো এ কথা জানালেন। গত বুধবার বামপন্থি এ নেতা মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ত্যাগে ৭২ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সে সময় মাদুরো প্রশাসনের নির্দেশ মানতে অস্বীকৃতি জানালেও পরে কিছু কূটনীতিককে দেশে ফিরে আসতে বলেছে। উল্লেখ্য, বুধবার ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করলে দেশটির রাজনৈতিক সংকট চরমে পৌঁছায়। গুইদোর ঘোষণার পর পরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ইকুয়েডর, প্যারাগুয়েসহ বেশ কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দেয়।

 অন্যদিকে রাশিয়া, কিউবা, বলিভিয়া, চীন ও তুরস্ক মাদুরোর প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

বিদেশি শক্তিগুলো মাদুরোর কাছ থেকে ‘ক্ষমতা জবরদখলের চেষ্টা’ চালাচ্ছে বলে নিন্দা করেছে রাশিয়া। গুইদোকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ‘সরাসরি রক্তপাতের পথে যাচ্ছে’ বলেও সতর্ক করেছে মস্কো। চীন বলেছে, ভেনেজুয়েলায় বাইরের দেশের কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে তারা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছে। গুইদোকে মার্কিন স্বীকৃতির পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এর জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

সর্বশেষ খবর