রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় নিহতদের পরিবার পাচ্ছে এক লাখ টাকা করে

শোকের মাতম, মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নিহতদের পরিবার পাচ্ছে এক লাখ টাকা করে

কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটার ট্রাক উল্টে ১৩ জন শ্রমিক নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয়ও দেবে সরকার। গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ  ঘোষণা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে গতকালও নিহতদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছিল। উল্লেখ্য, গত শুক্রবার চৌদ্দগ্রামে একটি ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে ঘুমন্ত শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়লে ১৩ জন নিহত হন। এদিকে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় চালক-হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই রাতেই কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় নিহত শ্রমিক রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ গতকাল জানান, অবহেলার দায়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের কোনো ধরনের গাফিলতি থাকলে তাদেরও মামলার আওতায় আনা হবে।

সর্বশেষ খবর