রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ নতুন জলপথ হচ্ছে

বৈঠক শুরু সোমবার

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা দুই দেশের মধ্যে গোমতী-মেঘনা ৩৫ কিলোমিটার প্রস্তাবিত জলপথ তৈরির বিভিন্ন বিষয় চূড়ান্ত করার জন্য আগামীকাল ত্রিপুরায় দুই দিনের বৈঠক শুরু করবেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ তথ্য দিয়ে বলেন, ভারতের নৌ চলাচল মন্ত্রণালয় তাকে জানিয়েছে, বাংলাদেশে সংসদ নির্বাচনের কারণে জলপথ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করতে বিলম্ব ঘটেছে। ত্রিপুরার গোমতী এবং বাংলাদেশের মেঘনা নদীর মধ্যে গড়ে তোলা হবে ৩৫ কিলোমিটার জলপথ। এর নির্মাণ কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে।

ভারত স্বাধীন হওয়ার আগে আখাউড়া খাল দিয়ে নৌকায় পণ্য আনা-নেওয়া হতো। এই খাল নির্মাণ করেছিলেন ত্রিপুরার মহারাজা। ভারতের স্বাধীনতার  পর এই জলপথে পণ্য বহন বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর