রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উল্টো পথে গাড়ি বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

উল্টো পথে গাড়ি বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

সবার সামনেই ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর করা হয় ছবি : সংগৃহীত

সিলেটে কর্তব্যরত ট্রাফিক সদস্যকে বেধড়ক লাঠিপেটা করেছেন সরকারি ব্যাংকের এক কর্মকর্তা। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে নগরের চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনায় পুলিশ বি এম তানজিল আহমদ নামের ওই কর্মকর্তাকে আটক করেছে। তানজিল সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে তানজিল আহমদ মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে আসছিলেন। চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘন করে ওয়ানওয়ে রাস্তার বিপরীত দিকে যেতে চাইলে কতর্ব্যরত ট্রাফিক সদস্য মো. আলী তাকে বাধা দেন। এ নিয়ে তানজিল আহমদের সঙ্গে তার বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে তানজিল মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্য মো. আলীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে চৌহাট্টা পয়েন্টে থাকা অন্য ট্রাফিক সদস্যরা এসে তাকে আটক এবং তার মোটরসাইকেলটি জব্দ করেন।

সর্বশেষ খবর