সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গাইবান্ধা-৩ এ জয়ী আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। একাদশ             জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট জাপা (জাফর) প্রার্থীর  মৃত্যুর কারণে স্থগিত থাকা এ আসনে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। ১৩২টি ভোট কেন্দ্রে  এ ভোট গ্রহণ হয়। ফলাফল অনুযায়ী, ১৩২টি ভোট কেন্দ্রে ফলাফলে ডা. ইউনুস আলী সরকার  (নৌকা) পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩  ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি  (এরশাদ) প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট এবং জাসদের খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ১১ হাজার ৬৩০ ভোট। সহকারী রির্টানিং কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন এবং পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের কাছে থেকে প্রাপ্ত ফলের ভিত্তিতে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর