মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠক

ইপিজেড শ্রম আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯-এর খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ছিল নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, আওয়ামী লীগ সরকারের গত মেয়াদের শেষ দিকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯-এর খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েছিল। কিন্তু যথেষ্ট সময় না থাকায় আইনটি পাস করতে পারেনি। নতুন মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভা এ আইনটির খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে; যার ফলে আইনটি পাস করার জন্য এখন সংসদে উত্থাপন হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন, ২০১৯-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে। এটি মূলত সামরিক সরকারের জারি করা অধ্যাদেশ। উচ্চ আদালতের নির্দেশনায় সামরিক সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী ওই তিন মাসে মন্ত্রিসভার বৈঠক হয়েছে নয়টি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮৩টি। বাস্তবায়ন হয়েছে ৫৬টি। বাস্তবায়নাধীন সিদ্ধান্ত হচ্ছে ২৭টি। অনুমোদিত নীতি ও কৌশল নেওয়া হয়েছে সাতটি। এমওইউ স্বাক্ষরিত হয়েছে পাঁচটি এবং সংসদে আইন পাস হয়েছে ১৯টি। তবে সিদ্ধান্ত বাস্তবায়নের হার আগের বছরের তুলনায় ১০ দশমিক ৪৮ শতাংশ কম।

সর্বশেষ খবর