শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন ডাকসু নির্বাচন চাই

হলের বাইরে ভোটের দাবি আমলে নেয়নি সিন্ডিকেট

-রাজিব আহসান, ছাত্রদল

মাহমুদ আজহার

হলের বাইরে ভোটের দাবি আমলে নেয়নি সিন্ডিকেট

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বলেন, ‘ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আট দফা দাবি তুলে ধরেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা আমাদের দাবিগুলো  আমলে নেয়নি। এখনো ডাকসু নির্বাচনে ভোটের অনুকূল পরিবেশই তৈরি হয়নি। ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়িয়ে সরকারি সংগঠনের জন্য সব সুবিধা দিয়ে রেখেছেন। হলে হলে এখন শুধুই ছাত্রলীগ। সেখানে ভোটের কোনো পরিবেশ নেই। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।’ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন ছাত্রদলের সভাপতি। রাজিব আহসান আরও বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। ক্যাম্পাসে সহাবস্থান দূরের কথা ছাত্রদল বা সরকারবিরোধী অন্য সংগঠনগুলোকে দাঁড়াতেই দিচ্ছে না ছাত্রলীগ।’

সর্বশেষ খবর