শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
এবার ফাঁস হবে না : শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁস চক্রের ৩০ কোটি টাকার সম্পদ, গ্রেফতার ৪৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত দুটি বড় চক্রকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সপ্তাহে নয়জনকে গ্রেফতারের পর প্রেস থেকে প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁস চক্রের ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে প্রশ্ন ফাঁস চক্রের মূলোৎপাটন করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। গতকাল দুপুরে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, প্রেস থেকে প্রশ্ন ফাঁস চক্র এবং ডিজিটাল ডিভাইস চক্র ভেঙে দেওয়ায় আসন্ন এসএসসি পরীক্ষায় আর কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করার ধৃষ্টতা দেখাবে না। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে সিআইডি দীর্ঘদিন ধরে কাজ করছে। এই কাজে আমরা অনেকটাই সফল হয়েছি। এর শেকড় পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এ পর্যন্ত প্রশ্ন ফাঁস চক্রের ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সিআরপিসি অনুযায়ী তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসে জড়িতদের ৩০ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। এদিকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না। প্রশ্ন ফাঁস ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারের চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীকাল শনিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশ্ন ফাঁস নিয়ে রটনার অনেকটাই গুজব মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা করে দেখা গেছে ফাঁস হওয়া প্রশ্নের ৮০ ভাগের ওপরে গুজব। কিন্তু ওই যে কুড়িভাগ  যেখানে সত্য হয়েছে, আমরা সেই কুড়িভাগের জায়গাও রাখতে চাই না। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর