শিরোনাম
শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কার র‌্যালি আসছে দিল্লি থেকে ঢাকা

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের রাষ্ট্রপিতা মহাত্মা মোহনচাঁদ করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন পর্যায়ে ৪ ফেব্রুয়ারি ২১ দিনের এক কার র‌্যালি শুরু হবে। নয়াদিল্লির রাজঘাট থেকে যাত্রা করে বাংলাদেশ হয়ে র‌্যালি পৌঁছবে মিয়ানমারের (প্রাক্তন রাজধানী) ইয়াংগুন পর্যন্ত।

নয়াদিল্লি থেকে ইয়াংগুনের দূরত্ব সড়ক পথে ৭২৫০ কিলোমিটার। কার র‌্যালি  শুরুর দিন ভারতের জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ’র সূচনাও। অনুষ্ঠানের আয়োজক ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় জানায়, ‘শান্তির জন্য চালনা’ শীর্ষক এই র‌্যালি ১৭ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছবে এবং দুই দিন পর সীমান্ত পেরিয়ে আগরতলায় যাবে।

কার র‌্যালিটি তিন দেশের যেসব শহর অতিক্রম করবে তার প্রতিটিতে অভ্যর্থনা ও পতাকা নেড়ে বিদায় জানানো হবে। মহাত্মা গান্ধীর সার্ধশত জন্ম বার্ষিকী উদযাপনে ভারত সরকার বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে গত বছর ২ অক্টোবর।

সর্বশেষ খবর