শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
‘এ দেশে ভালোবাসায় চিটিংয়ে শাস্তি নেই’

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চিকিৎসকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ (৩২) স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। গতকাল ভোরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডা. আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে। তিনি নগরের চান্দগাঁও আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ২০ নম্বর বাসায় থাকতেন। ডা. আকাশের সঙ্গে স্ত্রী তানজিলা চৌধুরী মিতুর পরিচয় ২০০৯ সাল থেকে। তাদের বিয়ে হয় ২০১৬ সালে। আত্মহত্যার আগে ডা. আকাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে স্ট্যাটাস, ছবি ও ভিডিও দিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির ঘটনাবলী তুলে ধরেন। ডা. আকাশ নিজের ফেইসবুকে লিখেছেন, স্ত্রীর ‘প্রতারণার কারণে’ তার এ সিদ্ধান্ত। সর্বশেষ স্ট্যাটাস ছিল ‘ভালো থেক আমার ভালোবাসা তোমার প্রেমিকদের নিয়ে। আমাদের দেশে তো ভালোবাসায় চিটিং এর শাস্তি নেই। তাই আমিই বিচার করলাম, আর আমি চির শান্তির পথ বেছে নিলাম।’ চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের ধারণা, ইনজেকশনের মাধ্যমে তিনি নিজের শিরায় বিষ প্রয়োগ করেন। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বশর জানান, আকাশের স্ত্রী যুক্তরাষ্ট্রে থাকেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে একবার দেশে আসার পর তিনি  আবার বিদেশে চলে যান। গতকাল ভোরে ফেইসবুকে দুটি পোস্টে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর