শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শীর্ষ কর্তাদের গণপরিবহন বাধ্যতামূলক করতে হবে

-মোবাশ্বের হোসেন

শীর্ষ কর্তাদের গণপরিবহন বাধ্যতামূলক করতে হবে

নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, চালকদের বেপরোয়া আচরণ ও সার্বিক গণপরিবহন সমস্যার সমাধানে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। কিন্তু এ সমস্যার সমাধানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ভীষণ অনীহা। নিজের শরীরে আঘাত না লাগলে কেউ সজাগ হয় না। তাই তাদের গণপরিবহনে চলাচল বাধ্যতামূলক করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যক্তিগত গাড়িতে চলাচল করায় গণপরিবহনের সমস্যা উপলব্ধি করতে পারেন না। এ জন্য তাদের ব্যক্তিগত গাড়ি বন্ধ করে বছরখানেক গণপরিবহনে চলাচল বাধ্যতামূলক করা উচিত। গণপরিবহনে চলাচলে যখন নিজের কিংবা তাদের আত্মীয়স্বজন দুর্ভোগ-দুর্ঘটনার শিকার হবেন তখন সাধারণ মানুষের কষ্টটা বুঝতে পারবেন। প্রতিদিন রাস্তায় চলছে আইনের অবমাননা, ঝরছে শত শত প্রাণ। দিনের পর দিন এ অবস্থা চললেও কার্যত কোনো ব্যবস্থা নেই। তাই মনে হয় এতেও যদি তাদের টনক নড়ে। অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন চালকরা। একই কোম্পানির গাড়িতে চলছে প্রতিযোগিতা। এ সমস্যার সমাধানে সরকারের সদিচ্ছা জরুরি।

সর্বশেষ খবর