শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৫ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

আফজাল হোসেন, টঙ্গী

রাজধানীর সন্নিকটে সোনাভানের শহর কহর দরিয়া খ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা। যথারীতি আম বয়ানের মধ্য দিয়ে এদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। এবার এক পর্বেই ইজতেমা হবে। ইজতেমা সফল করতে সরকারি সব প্রস্তুতি এগিয়ে চললেও থমকে আছে ময়দান প্রস্তুতির কাজ। পুরো ময়দান এখনো পুলিশ পাহারায় রয়েছে। কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে ময়দানের অভ্যন্তরের ময়লা-আবর্জনা পরিষ্কার, শামিয়ানা টানানো, লাইটিং, মাইক স্থাপন, বয়ানমঞ্চ তৈরি, বিদেশিদের থাকার ব্যবস্থাসহ অধিকাংশ কাজই স্থবির হয়ে পড়েছে। ইজতেমা শুরুর আর মাত্র ১৩ দিন বাকি, এই সময়ের মধ্যে পুরো ময়দান প্রস্তুত করতে অনেকটাই বেগ পেতে হবে বলে মনে করছেন মুসল্লিরা। তবে ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ সরবরাহে ডেসকো, বিদেশিদের রান্নাবান্নায় গ্যাসব্যবস্থা, পানি সরবরাহে সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে চলছে। গতকাল সরেজমিন ময়দানে গিয়ে তাবলিগ জামাতের সাথীদের সঙ্গে কথা বললে তারা বলেন, কাল রবিবারের পর মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ময়দানের সব প্রস্তুতি শুরু হবে। আপাতত ময়দানের কাজ কিংবা কাউকে ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক বলেন, ‘শিগগির মন্ত্রণালয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে, ওই সভার সিদ্ধান্তক্রমে ময়দানের কাজ শুরু হবে। এখন কাজ বন্ধ রয়েছে।’ টঙ্গী তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ সাকির আহমেদ বলেন, ‘বিদেশি মুসল্লিদের রান্নাবান্নায় গ্যাস সরবরাহে আরএমএস মিটার স্টেশন ও তিন শতাধিক স্টার বার্নার প্রস্তুত করা হয়েছে। মুসল্লিদের সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুর রহমান খান ময়দান পরিদর্শন করেছেন।’ এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, ‘বিশ্ব ইজতেমা সফল করতে ও মুসল্লিদের প্রয়োজনীয় সবরকম সেবা প্রদানে সরকারি সব প্রস্তুতি এগিয়ে চলছে।’

সর্বশেষ খবর