শিরোনাম
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

চলেই গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী নিশাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চলেই গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী নিশাত

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত চৌধুরী নিশাত (২৩) ১২ দিন পর গতকাল মারা গেছেন। ২১ জানুয়ারি দুর্ঘটনার শিকার হয়ে আহতাবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি। জানা গেছে, নুসরাত  চৌধুরী নিশাত সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। তিনি ইংরেজি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিরসরাই উপজেলার খৈয়াছড়া গ্রামের মৃত কবির হোসেন চৌধুরীর মেয়ে তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, এক কন্যাসন্তানের জননী নুসরাত ২১ জানুয়ারি সকালে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। মাথায় গুরুতর আঘাত লেগে কোমায় চলে যান নুসরাত। অস্ত্রোপচার শেষে প্রথমে নুসরাতকে নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। দুই দিন আগে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরেক দুর্ঘটনায় নিহত ১ : জেলার পটিয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সুলতান আহমদ (৩০) নামে আরও একজন নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী হিসেবে তিনি গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনসা চৌমুহনী এলাকায় দুর্ঘটনার শিকার হন। সুলতান আহমদ বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদ-ী এলাকার আহমদ মিয়ার ছেলে। তিনি নগরের একটি পোশাক কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করতেন। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ বি এম মিজানুর রহমান জানান, কক্সবাজারগামী একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-অ-১১-০৫৭৭) উল্টে মোটরসাইকেল আরোহী সুলতানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

সর্বশেষ খবর