শিরোনাম
সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মহিলা পরিষদের তথ্য

জানুয়ারিতে নারী নির্যাতনের ২৯৮ ঘটনা

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের প্রথম মাসেই ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ২৯৮টি। আর ২০১৮ সালে এ ধরনের ঘটনা ঘটেছে তিন হাজার ৯১৮টি। নারীর প্রতি অব্যাহত সহিংসতাকে ২০১৯ সালের মানবাধিকার পরিস্থিতির জন্য ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আর ধর্ষণ আইনের পরিবর্তন ও আইনের মাধ্যমে ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি আয়েশা খানম। এমনকি বিচারবহির্ভূত হত্যার পর কাউকে ধর্ষণ মামলার আসামি হিসেবে প্রচারের বিরোধিতা করেছেন তিনি। গতকাল রাজধানীর সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, নতুন বছরের প্রথম মাসে দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয় ২৯৮টি। এর মধ্যে ধর্ষণ ৫২টি। আর গণধর্ষণ ২২টি। আর ধর্ষণের পর পাঁচটি হত্যার ঘটনা ঘটেছে। একইভাবে ২০১৮ সালে তিন হাজার ৯১৮টি নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৯৭ জন ধর্ষণের শিকার, ১৮২ জন গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ৬৩টি। এ ছাড়া বাসা থেকে শুরু করে রাস্তাঘাট, পরিবহন সব জায়গায় নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বক্তব্যে বলেন, ধর্ষণ মামলায় একজন নারীকেই প্রমাণ করতে হয় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় সাক্ষী হাজির করা কঠিন এবং এটি একটি আইনের জটিলতা বলে মনে করেন তিনি। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের পরিবর্তে সরাসরি নির্বাচন প্রক্রিয়া চালুর দাবিও করা হয় মহিলা পরিষদের পক্ষ থেকে।

সর্বশেষ খবর