সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল ১৪ জনের

প্রতিদিন ডেস্ক

সড়কে লাগাতার মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১৪ জনের প্রাণ। গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : পটিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন এবং সীতাকুন্ডে বাস-ট্রাকের সংঘর্ষে একজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টায় পটিয়া উপজেলার ভাইয়ার দীঘির পাড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন আরোহী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মো. সাকিব ছাড়া অন্য তিনজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পটিয়া পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, সকালে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়া থেকে ১১ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তারা হলেন- আলী আহমদ (৪০), ফরহাদ (২৫), ইরফান (৩৫), আহমদ হোসেন (৫৫), রাশেদুল ইসলাম (৩২), হাসান (২৫), দিলীপ (৫০), নাসির উদ্দিন (৪৫), তৌকির আহমদ (১৫), সাকিব (২২) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (২৫)। তাদের মধ্যে মাইক্রোবাস চালক সাকিবকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তিনি সাতকানিয়ার নতুন হাট এলাকার ইছাক মিয়ার ছেলে। আহতদের আরও ৪-৫ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সৌদিয়া পরিবহনের বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এদিন ভোররাত সাড়ে ৪টার দিকে সীতাকুন্ডের বড় কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, ট্রাকচালকের নাম মো. আনোয়ার (৪৫)। তার বাড়ি বগুড়ায়। গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন পিকআপের চালক গোপালগঞ্জ জেলা সদরের বাবুরগাতি গ্রামের এসকেন সরদারের ছেলে জুয়েল (২৮) ও হেলপার একই এলাকার নাসু সরদারের ছেলে সাব্বির রহমান সোহান (২৫)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ। রাতে নাওটানা এলাকার নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : গতকাল সকাল ১১টায় বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং মহিলা পুলিশ কনস্টেবল শামীমা আখতারসহ আহত হয়েছেন তিনজন। মহিলা কনস্টেবল শামীমা জয়পুরহাটে চাকরিরত আছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন আহম্মেদ জানান, শেরপুরের ঘোগা ব্রিজের কাছে একটি বিআরটিসি বাস বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। বেলা ১১টায় এসআই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসকে ধাক্কা দিলে ঘটনা স্থলে এসআই পরিবহনের হেলপার মারা যান। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। বাস দুটি শেরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে বালু ভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় জাহানারা (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা (৫২) মির্জাপুরের বেলতুলী এলাকার হাসান আলী খানের মেয়ে। আহত মায়ের নাম বাচাতন (৭০)। হাইওয়ে থানার এসআই তারেকুজ্জামান জানান, মহাসড়কের বাঐখোলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় ঢাকাগামী বালুভর্তি একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সুন্দরদী সংলগ্ন নবীনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোটর মেকানিক আকতার হোসেন শিকদার (২০) নিহত এবং এক পথচারী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ওই মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সৌদি প্রবাসী শাহাবুদ্দিন সরদার (৫০) গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন মোটর মেকানিক আকতার সিকদার। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত শাহাবুদ্দিনকে উদ্ধার করে স্থানীয় সুইজ হাসপাতালে ভর্তি করে। নিহত আকতার হোসেন শিকদার পার্শ্ববর্তী কালকিনি উপজেলার কয়ারিয়া মধ্যচর গ্রামের লাল মিয়া শিকদারের ছেলে ও টরকী বাস স্ট্যান্ডের মেসার্স বিপ্লব মোটরসাইকেল গ্যারেজে মেকানিক্সের কাজ করতেন। কুমিল্লা : কুমিল্লায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী। গতকাল কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই যাত্রী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের রিয়াদ হোসেন (১৮) এবং সাইকচাইল গ্রামের সিরাজুল ইসলাম (৬৫)। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলায় নোয়াখালীগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লাকসামগামী সিএনজি চালিত অটোরিকশার। লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট এলাকার মহাসড়কে গতকাল দুপুরে ট্রাক্টরের ধাক্কায় চান মিয়া (৪২) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। তিনি ইসলামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক্টর বুড়িমারী থেকে পাটগ্রাম উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী চান মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন তিনজন। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর