শিরোনাম
সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

বগুড়ায় মাকে হত্যায় মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে বগুড়ার একটি আদালত। গতকাল সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. গোলাম ফারুক রায়টি ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা গেছে, বগুড়া জেলার কাহালু উপজেলার কাজীপাড়ার আবদুর রহমান বাচ্চুর ছেলে রায়হান আলী (৩৫) বিয়ে করে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে থাকছিল। ২০০৯ সালের ২৭ জুলাই সকালে নিজ বাড়িতে এসে মা রওশন আরার কাছে জমি দাবি করে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রায়হান মাকে মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে আঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও মারপিট করে। মুমূর্ষু  অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান রওশন আরা। ওই ঘটনায় সেদিনই বোন রাবেয়া বাদী হয়ে রায়হানকে একমাত্র আসামি করে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০০৯ সালের ২৮ আগস্ট কাহালু থানার এসআই শরিফুল ইসলাম আসামি রায়হানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই  মামলায় ২০১০ সালের ২১ অক্টোবর আসামির বিরুদ্ধে মৃত্যুদে র আদেশ দেয় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩। ওই রায়ের বিরুদ্ধে  আসামি উচ্চ আদালতে ২০১০ সালে আপিল করলে আদালত পুনঃবিচারের জন্য ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি একই আদালতে প্রেরণ করে। বগুড়া জেলা ও দায়রা জজ আদলত-৩ এর  অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদ¥ কুমার দেব জানান, সাক্ষ্যপ্রমাণের পর বিচারক মো. গোলাম ফারুক আসামি রায়হানকে মৃত্যুদ াদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

সর্বশেষ খবর