বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রিহ্যাব আবাসন মেলা চলবে পাঁচ দিন

নিজস্ব প্রতিবেদক

ক্রেতাদের সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট ও প্লটের খোঁজ দিতে রাজধানীর শেরেবাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আবাসন মেলা-২০১৯ শুরু হচ্ছে আজ। আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ বেলা ১১টায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে বেলা ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন ক্রেতা-দর্শনার্থীরা। আয়োজক রিহ্যাব জানিয়েছে, মেলায় মোট ২০২টি স্টল থাকছে। কো-স্পনসর হিসেবে আছে ৩০টি প্রতিষ্ঠান। আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এবার ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এ ছাড়া অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে টিকিটের মূল্য ৫০ টাকা। মেলার অন্যান্য তথ্য পাওয়া যাবে www.rehabfair2019.com এই ওয়েবসাইটে। প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব। এবারের আবাসন মেলা প্রসঙ্গে রিহ্যাবের প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘এই মেলা রিহ্যাব সদস্য ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব নাগরিক যাতে ভাড়ার টাকায় অন্তত তাদের একটি ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্য রেখে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি আমরা।’

সর্বশেষ খবর