বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছয় মাসের মধ্যে মাদক মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মাদক আইনের যেসব মামলায় আদালত ইতিমধ্যে চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছে সেগুলো আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে সব জেলার ডিসি, এসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এসব মামলার বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও সাক্ষী উপস্থিত করাসহ মামলা নিষ্পত্তিতে সহযোগিতা করতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের ব্যর্থতা থাকলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানিয়েছে আদালত। তিন বছর ধরে কারাগারে থাকা মাদক মামলার এক আসামির জামিন শুনানিতে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো.  মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট  বেঞ্চ এ আদেশ দেয়।

হাই কোর্টের এ আদেশ সংশ্লিষ্ট সব দফতরে জানাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া আসামি মিজানুর রহমান বাড়ৈকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট। ২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে  গ্রেফতার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ। আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি  জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আদেশের পর ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের বলেন, মিজানুর রহমান গ্রেফতারের পর থেকেই কারাগারে। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। এ কারণে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

সর্বশেষ খবর