বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এবার বিশ্ব ইজতেমা হবে চার দিন

নিজস্ব প্রতিবেদক

একদিন বাড়িয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা চার দিন ধরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। তিনি বলেছেন, বিশ্ব ইজতেমা ঐক্যবদ্ধভাবে আগামী ১৫  ফেব্রুয়ারি শুরু হবে, চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল বিকালে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে তাবলিগের মাওলানা সাদের অনুসারী  সৈয়দ ওয়াসিফ ইসলাম ও অপর পক্ষের মাওলানা জুবায়েরসহ তাবলিগের লোকজন উপস্থিত ছিলেন। দিল্লির মাওলানা সাদের বাংলাদেশে আসা নিয়ে বিরোধের জেরে এবার বিশ্ব ইজতেমা পিছিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় দুই পক্ষকে নিয়ে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন। বিবদমান দুই পক্ষের সঙ্গে  বৈঠক শেষ করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, গত মিটিংয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজকের (মঙ্গলবার) আলোচনায় উভয় পক্ষের মতামতের ভিত্তিতে ৩ দিনের স্থলে ৪ দিন হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, প্রথম দুই দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন আর শেষের দুই দিন পরিচালনা করবেন  সৈয়দ ওয়াসিফ ইসলাম।

সর্বশেষ খবর