বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কুষ্টিয়ায় হাসপাতাল ভবন ধসে তিন কর্মকর্তা বরখাস্ত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ছাদ ধসের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে তাদের ৩১ জানুয়ারি বরখাস্ত করা হয়। তবে বিষয়টি গতকাল সকালে জানাজানি হয়।

বরখাস্ত তিন কর্মকর্তা হলেন- কুষ্টিয়া গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শফিউল হান্নান, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) আবদুল মোতালেব ও উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবদুর রশিদ। গতকাল সকালে এ কর্মকর্তাদের স্থলে যশোর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ফ্রান্সিস আশীষ ডিকস্টা ও মাগুরার উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুর রহমান চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সকাল থেকেই অফিস করছেন। উল্লেখ্য, ১৭ জানুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের গাড়ি বারান্দার ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে এক শ্রমিক নিহত হন। আহত হন চারজন। এ ঘটনায় পৃথক তিনটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর