শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সংসদীয় কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ ইনু, মাহমুদ ও চুন্নু

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু, রেলপথ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শামসুল হক টুকু।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকে এসব কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠ ভোটে গৃহীত হয়। এর আগে ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে বিধি মোতাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এসব কমিটি গঠনের প্রস্তাব করেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ২৩টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো। দশম সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি গঠিত হয়েছিল।

সর্বশেষ খবর